শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে দারুণ এক জুটি গড়েছিলেন বাংলাদেশের ওপেনার মাহমুদুল হাসান জয় ও তামিম ইকবাল। কিন্তু ঢাকায় সিরিজের দ্বিতীয় 🤪ও শেষ টেস্টে রীতিমত দুঃস্বপ্নের সূচনা হয়েছে টাইগারদের। টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশের ব্যাটাররা।
সোমবার (২♛৩ মে) মিরপুর শ🐭েরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় টাইগাররা। শ্রীলঙ্কান পেসার কাসুন রাজিথার বলে বোল্ড হয়ে ব্যক্তিগত শূন্য রানে সাজঘরে ফিরে যান মাহমুদুল হাসান জয়।
এরপর অভিজ্ঞ তামিম ইকবালও বেশিক্ষণ টিকতে পারেননি। আসিথা ফার্নান্ডোর বলে লেগ সাইডে খেলতে গেলে উল্টোদিཧকে বল উঠে যায়, জয়াবিক্রমের দুর্দান্ত ক🦋্যাচ হন এই ওপেনার (০)।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে ꧋বাংলাদেশের সংগ্র🌳হ ২ উইকেটে ১৬ রান। নাজমুল হোসেন শান্ত ৭ রানে আর অধিনায়ক মুমিনুল হক ৯ রানে অপরাজিত আছেন।
সিরিজ নির্ধারণী দ্বিত💞ীয় টেস্টে নিজেদের একাদশে জোড়া পরিবর্তন এনে মাঠে নেমেছে বাংলাদেশ দল। হাতের চোটে ছিটকে গেছেন শরিফুল ইসলাম ও নাঈম হাসান। এ দুজনের জায়গায় দলে এসেছেন মোসাদ্দেক হোসেন ও এবাদত হোসেন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন 💟শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও এবাদত হো🅺সেন।
শ্রীলঙ্কা একাদশ: ওশাদা ফার্নান্দো, দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, দীনেশ চান্দিমাল, নিরোশান ডিকওলা (উইকেটকিপার), রমেশ মেন্ডিস, প্রবীণ জয়াবিক্রমা, আসিথা ফার্নান্দো ও ✨কাসুন রাজিথা।