এখনই টেস্টে ফিরতে নারাজ মোস্তাফিজ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মে ২২, ২০২২, ১০:৫৪ এএম
ছবি- সংগৃহীত

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতকাল শনিবার (২১ মে) রাতে ডু অর ড✃াই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। ম্যাচে মুম্বাইয়ের কা♉ছে ৫ উইকেটে হারের সঙ্গে টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে যায় মোস্তাফিজুর রহমানের দল। অবশ্য একাদশে সুযোগ মেলেনি বাংলাদেশের কাটার মাস্টারের।

এবারের ♉আইপিএলে প্রথম ম্যাচ বাদ দিয়ে টানা ৮ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। কিন্ত প্রত্যাশিত সাফল্য পাননি বাঁহাতি এই পেসার। যার ফলে বাদ পড়েন শেষ ম্যাচের একাদশ থেকেও। মোস্তাফিজের ঝুলিতে মাত্র ৮ উইকেট।

এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের দল &ꦚnbsp;ঘোষণা করা হবে আজ রবিবার (২২ মে)। বিসিবি টেস্ট দলে খুব করে চাইছে মোস্তাফিজকে। কিন্তু লম্বা সময় আইপিএল আসরে থাকায় ক্রিকেটার এখনই টেস্টে ফিরতে চাইছেন না।

মুম্বাইয়ের বিপক্ষে মোস্তাফিজের দলের শেষ ম্যাচ হওয়ার আগেও বিসিবির পক্ষ থেকে তার সাথে যোগাযোগ করা হয়। তখনো সিদ☂্ধান্তহীনতায় ভুগছিলেন ২৬ বছর বয়েসী এই তারকা। ম্যাচের পর বিসিবির পক্ষ♑ থেকে আরেক দফা আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

আগামী মাসে ৫ জুন ওয়েস্ট ইন্ডিজের উদꦫ্দেশে রওয়ানা দেওয়ার কথা বাংলাদেশ দলের। ১৬ জুন দ♑ুই দলের প্রথম টেস্ট শুরু হবে।