কাতারে ꦺঅনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন ফুটবল বিশ্বকাপে নতুন এক ইতিহাস গড়তে যাচ্ছে। প্রথমবারের মতো পুরুষদের ফুটবল বিশ্বকাপে নারী রেফারির দেখা মিলবে ডাগআউটে। এবারের ২০২২ কাতার বিশ্বকাপে রেফারিদের প্যানেলে তিনজন করে নারী রেফারি ও সহকারী রেফারি থাকার কথা জানিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা।
এক বিবৃতিতে 𝓀ফিফা জানিয়েছে, ‘‘বিশ্বকাপে দায়িত্ব পাওয়া ৩৬ জন মূল রেফারির মধ্যে তিনজন নারী রেফারি রয়েছেন। তারা হলেন- ফ্রান্সের স্টেফানি ফ্র্যাপা, রুয়ান্ডার সালিমা মুকাসাঙ্গা ও জাপানের ইয়োশিমা ইয়ামাশিতা।’’
এছাড়া স𝓀হকারী রেফারি হিসেবে আছেন ব্রাজিলের নিউজা ব্যাক, মেক্সিকোর কারেন ডিয়াজ মেদিনা 𒁃ও যুক্তরাষ্ট্রের ক্যাথেরিন নেসবিট।
এই বিষয়ে ফিফা রেফারিজ কমিটির প্রধান পিয়েরলুইজি কলিনা বলেন, ‘‘এর মাধ্যমে 𒉰অনেক বড় একটা প্রক্রিয়ার ইতি ঘটল। অনেক বছর আগে এই প্রক্রিয়া শুরু হয়েছিল ফিফার বালক টুর্নামেন্ট ও বিভিন্ন সিনিয়র টুর্নামেন্টে নারী ꧟রেফারিদের দায়িত্ব দিয়ে। এর মাধ্যমে আমরা এটা জোর দিয়ে বলতে চাই যে কাজের ক্ষেত্রে আমরা কেবল কর্মীর গুণটাই দেখি, তার লিঙ্গ নয়।’’
তিনি যোগ করেন, ‘আমি আশা করি ভবিষ্যত🦋ে পুরুষদের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় এলিট নারী রেফারিদের অংশগ্রহণকে স্বাভাবিক হিসেবেই ধরা হবে, বিষয়ꩵটা আর চমকপ্রদ কিছু হবে না।’
প্রসঙ্গত, আগামী 🍌♑২১ নভেম্বর শুরু হবে এবারের ফুটবল বিশ্বের লড়াই। ৩২ দেশের এই ফুটবল যুদ্ধ শেষ হবে আগামী ১৮ ডিসেম্বর।