ভারত-পাকিস্তানকে নিয়ে অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজ?

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মার্চ ১১, ২০২২, ০৬:৪৫ পিএম
ফাইল ছবি

ক্রিকেট বিশ্বের চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ꧋ ভারত ও পাকিস্তান। শেষবার সেই ২০১৩ সালে দ্বিপাক্ষিক সিরিজে দেখা গিয়েছিল দুই দেশের ক্রিকেটারদের। এরপর পেরিয়ে গেছে প্রায় এক দশক। আইসিসি টুর্নামেন্ট কিংবা এশিয়া কাপ ছাড়া এই দুই দলের দেখা মেলেনি। নতুন খবর হচ্ছে, ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় অস্ট্রেলিয়া। 

সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা পাকিস্তান, ভারত, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়াকে নিয়ে চতুর্দেশীয় সি🔯রিজের প্রস্তাবনা দিয়েছিলেন। তার এমন প্রস্তাবে দুই দলের মুখো🙈মুখি হবার সম্ভাবনা দেখা দিয়েছিল। তবে পিসিবির প্রস্তাবনায় তখন কেউ সাড়া দেয়নি।

ক্রিকেট অস্🔴ট্রেলিয়া বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখেছে এবং সিরিজ আয়🧸োজনে আগ্রহী। তবে ইংল্যান্ডকে বাদ দিয়ে ভারত ও পাকিস্তানকে নিয়ে একটা ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় তারা।

দীর্ঘ ২৪ বছর পর অসꦗ্ট্রেলিয়া দল পাকিস্তানের মাটিতে দ্বিপাক্ষিক স🍌িরিজ খেলছে। এখানেই অজি ক্রিকেটের প্রধান নির্বাহী নিক হকলি ভারত ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘ব্যক্তিগতভাবে ত্রিদেশীয় সিরিজের ধারণাটা আমার ভ𓂃ালো লেগেছে। অতীতে এটা ಌবেশ কার্যকরি ছিল। আমরা ম্যাচ আয়োজনের বিষয়ে মুখিয়ে থাকব। অস্ট্রেলিয়ায় ভারত ও পাকিস্তান দুই দেশেরই বড় একটা জনসংখ্যা বসবাস করে। আর এই প্রতিযোগিতাটা বিশ্ব ক্রিকেটের সবাই দেখতে চায়। ভবিষ্যতে এমন কোনো সুযোগ এলে আমরা সেটা আয়োজন করতে পছন্দই করব।’’

গত জানুয়ারিতে পিসিবি প্রধান বিশেষভাবে এই টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দꦺিয়েছিলেন। এই টুর্নামেন্টের জন্য আইসিসিতে আলাদা একটা প্রতিষ্ঠান করতে চেয়েছিলেন। আর আয় শুধু চার বোর্ডেই সীমাবদ্ধ না রেখে আইসিসির মাধ্যমে প্রত্যেক দেশের বোর্ডের কাছে দেয়ার কথা জানিয়েছিলেন রমিজ রাজা।

তখন রমিজ রাজা জানিয়েছিলেন, ‘‘আমি আইসিসিতে নতুন একটা লিমিটেড কোম্পানির প্রস্তাব দিচ্ছি, যা চার দেশীয় এই সুপার সিরিজ আয়োজন করবে, যার জন্য একজন প্রধান ক🔯ার্যনির্বাহীও থাকবেন। পুলিং এর নতুন কাঠামো থাকবে, আয়ের ভাগের ক্ষেত্রেও থাকবে নতুন কিছু। টাকাটার একটা বড় অংশ যাবে আইসিসিতে থাকা বোর্ডগুলোতে। সেজন্যে এফটিপিতে আলাদা একটা উ🐠ইন্ডো খুলতে হবে আমাদের।’’

তবে ভারত বিষয়টাকে প্রত্যাখ্যান করেছেন। বিসিসিআইয়ের ব্যাখ্যা ছিল, ‘আইপিএলের উইন্ডো প্রশস্ত হচ্ছে, প্রতি বছর আইসিসি ইভেন্ট হচ্ছে। এর ফলে এখন আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে, ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজগুলো রক্ষা করা, যেখানে গুরুত্ব থাকবཧে টেস্ট ক্রিকেটেরও।’

এর🥀পর গেল মাসে বিসিসিআই কর্তা জয় শাহ রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রমিজের ধারণাটাকে আবারও আক্রমণ করেন। তিনি বলেন, ‘ক্রিকেটকে অলিম্পিকে দেখতে মুখিয়ে আছি আমি। আমাদের খেলাটাকে আরও বড় করতে এটা সাহায্য করবে। খেলাটাকে ছড়িয়ে দেওয়াটা একটা চ্যালেঞ্জ। আর স্বল্পমেয়াদি ব্যবসায়িক সাফল্যে মনোযোগ না দিয়ে আমাদের এতেই বেশি চেষ্টা করতে হবে।’