ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই নানা ধরনের নিষেধাজ্ঞা নেমে আসে রাশিয়ার ওপর। প্রভাব পড়ে ক্রীড়াঙ্গনেও। এদিকে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং উয়েফা দেশটিকে সব ধরনের ফুটবল থেকে নিরꦉ্বাসিত করেছে। তাদের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস) অভিযোগ জানিয়েছে রাশিয়ান ফুটবল ইউনিয়ন (আরএফইউ)।
রাশিয়া তাদের আবেদনে ফিফা এবং উয়েফার সিদ্ধাꦉন্তকে অবৈধ বলে উল্লেখ করেছে। তাদের নেওয়া সিদ্ধান্তের পেছনে আইনি কারণ জানানো হয়নি বলেও অভিযোগ করেছে তারা। এ জন্য জরুরি ভিত্তিতে শুনানির আবেদনও জানিয়েছে দেশটির ফুটবল ইউনিয়ন। এদিকে ফিফার দেওয়া নিষেধাজ্ঞার ফলে চলতি বছর কাতার বিশ্বকাপে রাশিয়ার অংশগ্রহণ হুমকির মধ্যে পড়েছে। ইতোমধ্যেই বঞ্চিত হওয়ার শঙ্কায় বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলা থেকে।
আন্তর্জাতিক ক্রীড়া আদালত জানিয়েছে, দু-এক দিনের মধ্যে এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিতে পারে তারা। এদিকে আদালত সূত্রে জানা গেছে, অভিযোগ এক হলেও ফিফা ও ꦫউয়েফার বিরুদ্ধে পৃথক পৃথক আবেদন করেছে আরএফইউ।
২৪ মার্চ পোল্যান্ডের 🌠বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে ♋রাশিয়ার। তবে ইউক্রেনে আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে রাশিয়ায় খেলার ব্যাপারে অসম্মতি জানায় পোল্যান্ড।