সাকিবের আচরণে ক্ষুব্ধ বিসিবি সভাপতি 

ফারজানা ববি প্রকাশিত: মার্চ ৮, ২০২২, ০৮:৩৮ এএম

সাকিব আল💙 হাসান ও বিসিবির দ্বন্দ্ব বহু পুরোনো। নানা সময়ে সাকিবের কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্যে কথা বলতে দেখা গেছে বোর্ড সভাপতি নাজমুল হা🃏সান পাপনকে।

এবার ব্যক্তিগত কাজে দুবাই যাওয়ার আগে সাকিব জানালেন, শারীরিক ও মানসিকভাবে তিনি আন্তর্জাতিক ম্য♏াচ খেলার উপযুক্ত অবস্থায় নেই। খেললে বরং দেশের, দলের সঙ্গে প্রতারণা করা হবে।

সাকিবের এই কথায় অবশ্য আস্থা নেই পাপনের। সোমবার (৭ মার্চ) সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি। 🌠তিনি সাকিবের আচরণে বিরক্ত—তার কথাবার্তায় সুস্পষ্ট।

পাপন বলেন, “সাকিবের কথাবার্তায় আমি মোটেও বিচলিত নই। ও হয়তো শারীরিক ও মানসিকভাবে কিছুটা বাজে অবস্থায় আছে। কিন্তু ওর সমস্যা হলে আমাদের জানাবে। এয়ারপোর্টে যাওয়া🦩র সময় ফোনে বলে দিল, এটা ঠ🦂িক না।”

ক্ষুব্ধ সভাপতি আরও বলেন, “মানস✅িকভাবে বিপর্যস্ত হলে সে কেন আইপিএল খেলতে চাইবে? এমন অবস্থা হলে সে আইপিএলও খেলতে চাইত না। আমি তার কথা বুঝি না। যদি আইপিএলে সে দল পেত, তবে কি খেলার উপযুক্ত অবস্থায় নেই বলত?”

আইপিএলের এবারের মেগা নিলামে কোনো দল না পাওয়ায় দক্ষিণ আফ্রিকা সফরে দুই সংস্করণেই সাকিব খেলবেন—এমনটা মোটামুটি নিশ্চিত ছিল। তবে এরপরই সাকিব জানান🌼 তিনি খেলাটা উপভোগ করতে পারছেন না, তার ছুটি প্রয়োজন।