ইউনিভার্স বস ক্রিস গেইলের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ১৯৯৯ সালের সেপ্টেম্বরে। গেইলের অভিষেকের পরে জন্ম নিয়ে গেইলের উইকেট নিয়ে এবার আলোচনায় পাকিস্তানি ক্রিকেটার মোহাম্ম🅷দ ও🃏য়াসিম। ২০০১ সালের ২৫ আগস্ট পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে জন্ম নেন ওয়াসিম।
বুধবার পাকিস্তান- ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে এ ঘটনার সাক্ষী হয় ক্🥂রিকেট বিশ্ব। বৃষ্টির কারণে ম্যাচটির দৈর্ঘ্য কমে হয়েছিল ৯ ওভারে। ওয়েস্ট ইন্ডিজ ব্যাট প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে করে ৫ উইকেট হারিয়ে করে ৮৫ রান। কিন্তু বেরসিক বৃষ্টির কারণে রান তাড়া করতে নামতেই পারেনি পাকিস্তান। ফলে ম্যাচটি হয় পরিত্যক্ত।&♈nbsp;
তবে এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয় পাকিস্তানের ১৯ বছর বয়সী অলরাউন্ডার ওয়াসিমের। তার মিডিয়াম পেস বলে আউট হয়ে ৭ বলে ৭ রান করে সাজঘরে ফেরেন ক্যারিবীয় তারকা গেইল। নিজের অভ♌িষেক উইকেটে ওয়াসিম এমন একজনের উইকেট পেলেন, যার অভিষেক ঘটিয়েছিলেন তার জন্মেরও আগে।
সিরিজꦑের দ্বিতীয় টি-টোয়েন্টি ৩১ জুলাই গায়ানায় অনুষ্ঠিত হবে।