কুমিল্লাকে হারিয়ে ফাইনালে সাকিবের বরিশাল

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২, ০৯:২৩ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৫তম আসরের প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল। ম্যাচ🅠ে ইমরুল কায়েসের দলকে ১০ রানে হারিয়েছে সাকিবের দল। 

সোমবার (১৪ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে বরিশাল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হ🌸ারিয়ে ১৪৩ রান করে বরিশাল। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান আসে ওপেনার মুনীম শাহরিয়ারের ব্যাট থেকে। এছাড়া ক্রিস গেইল ২২ রান করেন। 

কুমিল্লা🍌র পক্ষে শহিদুল ইসলাম ৩ উইকেট পান। এছাড়া মঈন আলী ২ এবং নারাইন-তানভীর ইসলাম নেন ১ উইকেট।&nbs⛄p;

এদিকে রান তাড়া করতে নেমে ধীরগতিতে ব্যাটিং কর‍তে থাকে কুমিল্লা। প্রথম 🤡১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ⛎মাত্র ৬০ রান করেন তারা। 

এরপরই তাদের ব্যাটিংয়ে ধ্বস শুরু হয়। পরপর দুই ওভারে কুমিল্ল♌া তাদের ৩ উইকেট হারায়। সেখান থেকে দলকে ঝোড়ো ইনিংস উপহার দিতে থাকেন মঈন আলী। কিন্🗹তু ১০৪ রানের মাথায় মঈন ও ১২৪ রানের মাথায় ফাফ ডু প্লেসিস আউট হলে কুমিল্লার স্বপ্ন ভাঙে।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০𝓰 ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রানেই থামে কুমিল্লার ইনিংস। আর তাতেই ১০ রানের জয় নিয়ে ফাইনালে জায়গা করে নেয় ফরচুন বরিশাল।&ဣnbsp;

এছাড়া বরিশালের পক্ষে মুজিব, শফিকুল ও ব্রাভো𝔉 নেন ২টি করে উইকেট। 

১৮ ফেব্𝓰রুয়ারি একই ভেন্যুতে দ্বিতীয় কোয়ালিফায়ারের বিজয়ী দলের সঙ্গে ফাইনাল খেলবে সাকিব আল হাসানের দল ফরচুন বরিশাল।