সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেলেন রোনালদো

ফারজানা ববি প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২, ১১:১৩ এএম

সুইজারল্যান্ডের জুরিখে সোমবার (১৭ জানুয়ারি) রাতে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা আইসিসি-২০২১ সালের বর্ষসেরা খেলোয়াড়দের ♕পুরস্কার দেওয়া হয়। বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় নꦕাম না থাকলেও এ বছর ফিফার বিশেষ পুরস্কার পেয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

২০২১ সালে ইরানের আলি দাইয়ের করা ১০৯ গোলের রেক⛎র্ড এবার নিজের করে নেন রোনালদো। পর্তুগালের এই ফরোয়ার্ডের মোট গোলসংখ্যা ১১৫। ৩৬ বছর বয়সী এই ম্যান💟চেস্টার ইউনাইটেড তারকা বয়সকে স্রেফ সংখ্যা বানিয়ে এখনো গোল করে চলেছেন।

সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের মালিক হওয়ায় ফিফা তাকে বিশেষ পু🌄রস্কার প্রদান করে। পুরস্কার পেয়ে নিজের স্বপ্ন পূরণের আনন্দে ভﷺাসছেন রোনালদো। নিজেকে আরও এগিয়ে নিতে দৃঢ়প্রত্যয়ী এই পর্তুগিজ।