অনুশীলনে ফিরতে পেরে রোমাঞ্চিত ক্রিকেটাররা 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২১, ০২:৪৭ পিএম

নিউজিল্যান্ডে পৌঁছার পর থেকে করোনার বাধায় অনুশীলনে নামতে পারেনি বাংলাদেশ দল। এমনকি কোয়ারেন্টাইনে থাকার কারণে দলের অনেকেই চেয়েছিলেন দেশে ফিরে আসতে। তবে বিসিবি সভাপতি খেলোয়াড়দের ইচ্ছাকে প্রধান্য না দিয়ে সিরিজ শেষ করেই দেশে ফিরতে বলেছেন। বাংলাদেশ দলের ক্রিকেটাররা করো🌳নাﷺ নেগেটিভ হলে সঠিক সময়েই মাঠে গড়াবে সিরিজ। রোববার (১৯ ডিসেম্বর) অনেক দিন পর অনুশীলন করতে পেরে রোমাঞ্চিত ক্রিকেটাররা। এমনটাই জানিয়েছেন টাইগার পেসার শরিফুল ইসলাম।

রোববার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে 🐻পাঠানো এক ভিডিও বার্তায় শরিফুল ইসলাম বলেন, ‘আলহামদুলিল্লাহ্‌ আমাদের অনেক ভালো লাগছে। আজ আমাদের একটি কোভিড টেস্ট নিয়েছে, এটা যদি আমাদের নেগেটিভ আসে তাহলে আগামীকালের পরের দিন (পরশু) আমরা অনুশীলনে যাব। এটা নিয়ে সবার মধ্যেই রোমাঞ্চ কাজ করছে। আমরা অনেকদিন ধরে কাজ করছি না, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন সবার রেজাল্ট নেগেটিভ আসে।’

নিউজিল্যান্ডে বাংলাদেশী ক্রিকেটাররা 

কোয়ারেন্টাইনে থাকার কারণে খেলোয়াড়দের মধ্যে দেখা হয় নাই। কিন্তু এখন তারা সামাজিক দূরত্ব মিলে দেখা হয় তাদের। আর এই সিরিজে ভালো কিছু করার আশা ক্রিকেটারদের। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই পেসার বলেন, ‘আমরা আলহামদুলিল্লাহ্‌ ভালো আছি। আমাদের দুইটা গ্রুপ করে দিয়েছে। তো আমরা প্রতিদিনই সময় করে 🌼নিচে এসে দুই-তিনবার দেখা♏ করতে পারি। সামাজিক দূরত্ব মেনে কথা বলতে পারি। তখন ভালো লাগে একজন আরেকজনের চেহারা দেখলে। তো এবার ভালোকিছু আশার জন্য প্রত্যাশা করছি সবাই, তো ইনশা আল্লাহ্‌ এবার করে দেখাব ইনশা আল্লাহ্‌।’ 

আরও সংবাদ