ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের ক্ষত শুকানোর আগেই নিউজিল্যান্ডের উদ্দেশে&n𒁃bsp;দেশ ছেড়েছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার রাতেই নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ে টাইগাররা। আজ সকালে নিউজিল্যান্ডে অকল্যান্ডে পা রেখেছেন মুমিনুল হকরা।
নিউজিল্যান্ড সরকারের নিয়ম অনুযায়ী সেখানে সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে টাইগারদের। এক বিবৃতিতে বাংলাদেশ দল൲ের সেখানো পৌঁছানো ও আইসোলেশনের কথা জানানো হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, “ক্রাইস্টচার্চের আইসোলেশন ফ্যাসিলিটি🌜তে ইতোমধ্যেই দল ঢুকে গেছে কোয়ারেন্টাইনে, সেখানে থাকতে হবে সাত দিন। এরপর সবাইকে করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। তাতে সবাই করোনা নেগেটিভ হলে তবেই অনুশীলনে নামতে পারবে দল।”
নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ দলের পারফরম্যান্স সব✱ সময়ই ভয়াবহ। দেশটিতে ৩৩ ম্য⛎াচ খেলে এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ।
এই সিরিজে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ দল। প্রথম টেস্টটি হবে ১ জানুয়ারি আর দ্বিতীয় টেস্ট হবে ৯ জানুয়𒅌ারি থেকে।