ব্যর্থতা যেন পিছু ছাড়ছে না স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। এবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় উঠতে ব্যর্থ হলো জাভির দল। বায়ার্ন মিউনিখের কাছে ৩-০ তে হেরে ১৮ ব🐲ছর পর নক আউটে পর্বে পৌঁছাতে পারল না কাতালানরা। ফলে তাদের ঠাঁই হলো ইউরোপা লিগে।
বায়ার্নের বꦜিপক্ষে মাঠে নামার আগে সমীকরণটা এমন দাঁড়িয়েছিল যে হারলে বাদ। আর ড্র করলেও তাকিয়ে থাকতে হবে গ্রুপের বাকি দলগুলোর ওপর। দাপুটে বায়ার্নের বিপক্ষে প্রথম রাউন্ডের মতো দ্ব🃏িতীয় রাউন্ডেও ৩-০ তে হার। ফলে ফলাফল যা হওয়ার কথা ছিল তাই হলো।
বায়ার্নের হয়ে গোল করেন থমাস মোলার, লেরয় সানে ও মুসিয়ালা। এই জয়ে গ্রুপের শতভাগ জয়ের রেকর্ড করল বায়ার্ন 😼মিউনিখ।
এই হারে বার্সা কোচ জাভি বলেন, “এমন পরিস্থিতি থেকে বের হতে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।ꦏ কিন্তু বর্তমান ফলাফল হচ্ছে আমাদের বাস্তবতা। আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।”
জাভি আরও বলেন, “আমরা ইউরোপা লিগ জিততে চাই, লা লিগায় সব কটি পয়েন্ট পেতে অনেক পরিশ্রম করতে চাই। আমাদের কাছে 🅺সম্ভাব্য যত ট্রফি আছে সব কটি জিততে চাই। আমাদের অনেক খেলোয়াড় ইনজুরিতে আছে। সামনে আমরা নতুন কিছু খেলোয়াড় দলে নিতে চাই।”