১৯৩৪ সালের অ্যাশেজে একটি করে ট্রিপল সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি করেছিলেন স্যার ডন ব্র্যাডম্যান। সেবার যে ব্যাট দিয়ে এই কীর্তি গড়েছিলেন তিনি, সেই ঐতিহাসিক ব্যাটটি এবার নিলা♛মে উঠছে। এছাড়া এই ব্যাট দিয়েই টেস্টে বিল পন্সফোর্ডের সঙ্গে ৪৫১ রানের সর্বোচ্চ পার্টনারশিপ গড়েছিলেন তিনি।
স্যার ডন ব্রাডম্যানের এই ব্যাটটি অবশ্য আগেই বিক্রি হয়ে গিয়েছিল। তবে যিনি ব্যাটটি কিনেছিলেন তিনি নিজেই ১💝৯৯৯ সালে ব্যাটটি বাউরালে ব্র্যাডম্যানের মিউজিয়ামে রেখে দিয়েছিলেন। দ্য উইলিয়ামস স্কাইস অ্যান্ড সন্স নামক বিখ্যাত ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা ওই ব্যাট প্রস্তুত করেছিল।
এই ব্যাট দিয়েই ১৯৩৪ সালের অ্যাশেজ সিরিজে সব মিলিয়ে ৭৫৮ রান করেছিলেন ডোনাল্ড ব্র্যাডম্যান। যার মধ্য💦ে হেডিংলের ৩০🐽৪ রানের ইনিংস রয়েছে। আর ওভালে ২৪৪ রানের ইনিংস খেলেছিলেন ওই ব্যাট দিয়েই।
৫২ 🌠টেস্টে ৬৯৯৬ রান করেছিলেন ডন। তার ক্যারিয়ারে ওই ব্যাটের ভূমিকার কথা বারবা🦩র বলতে শোনা গিয়েছিল ব্র্যাডম্যানকে। বডি লাইন সিরিজের পর ওই ব্যাট ব্যবহার করতেন তিনি।
ব্র্যাডম্যানের মিউজিয়ামের কার্যকরী ডিরেক্টর রিনা হোর দাবি করেছেন, ‘ওই ✃ব্যাট হাতে যে দুটো বড় ইনিংস খেলেছিলেন, তা ব্যাটের উপর নিজের হাতে লিখেও রেখেছিলেন স্যার ডন ব্র্যাডম্যান। সেটা এখনও ঠিকঠাক আছে। আমার তো মনে হয় ওই ব্যাট ক্রিকেট সম্পদ।ﷺ’