দলীয় ৪৯ রানে চার উইকেট পতনের পর জুটি গড়েন মুশফিকুর রহিম ও লিটন দল। দলের 🐎এমন পরিস্থিতিতে রয়ে সয়ে খেলে চা বিরতি পর্যন্ত কাটান তারা। এরই মধ্যে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন লিটন দাস ও মুশফিক।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২০৭ রান💫। লিটন ৮৩* রানে ও মুশফিক ৬৯🙈* রানে ব্যাট করছেন।
টপ অর্ডারের ব্যর্থতার পর একটি বড় জুটির প্ജরয়োজন ছিল বাংলাদেশের। সেই দায়িত্ব💖 নেন লিটন মুশফিক। দুইজনের জুটি এরই মধ্যে বাংলাদেশের বোর্ডে ১৫০* রান যোগ করেছে।
টাইগার শিবিরে 🍷প্রথম আঘাত হানেন শাহীন আফ্রিদি। তার বলে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন সাইফ হাসান (১৪)। অন্য ওপেনার শাদমান ইসলামও আউট হনꦉ ব্যক্তিগত ১৪ রানে। তিনি পড়েন হাসান আলীর এলবিডাব্লুর ফাঁদে।
বাংলাদেশের অধিনায়ক মোমিনুল হককে (৬) ফেরান সাজিদ খান। তার বলে মোহাম্মদ রেজওয়ানের গ্লাভসে বল জমা দেন মোমিনুল। তার কিছুক্ষণ পরই অধিনায়কের পথ ধরেন তিনে নামা নাজমুল হোসেন শান্ত। ব্যক্তিগত ১৪ রানে ফাহিম আশরাফের বল মারতে গিয়ে পয়েন্টে সাজিদ খানের 𒉰তালুবন্দি হন শান্ত।