লিগ ওয়ানে প্রথম গোল, পিএসজির জয়ের নায়ক মেসি

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০১:৫৪ পিএম

অবশেষে লিগ ওয়ানে গোলের খরা কাটল আর্জেন্টাইন তারকা ൩লিওনেল মেসির। শনিবার রাতে নতুন ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) হয়ে ফ্রে♔ঞ্চ লিগে প্রথম গোল করেছেন তিনি।

ঘরের মা🌄ঠ পার্ক দো প্রিন্সেসে ৩-১ ব্যবধানে ▨নঁতেকে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছেন মাউরিসিও পোচেত্তিনোর শিষ্যরা। 

ম্যাচের মাত্র দুই মিনিটেই প্রথম গোল করে পিএসজিকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে।♏ ৬৫ মিনিটে গোলরক্ষক কেইলর নাভাস লাল কার্ড দেখে বিদায় নিলে অনেকটাই বেকায়দায় পড়ে যায় প্যারিস।

এরপর ১০♏ জনের দলের বিরুদ্ধে ৭৬ মিনিটে গোল করে নঁতেকে সমতা এনে দেন র‌্যান্ডাল কোলো মুয়ানি। তবে ৫ মিনিট পরই নিজেদের জালে গোল জড়িয়ে পিএসজিকে এগিয়ে দেন নানতেসের বদলি খেলোয়ার দেণীশ আপিয়া।

এরপর ৮৭ মিনিটে জয়সূচক তৃতীয় গোলের মাধ্যমে পিএসজি ভক্তদের আনন্দে ভাসান মেসি। নেইমার-পারেদেসরা ১০ জনের দল নিয়ে প্রায় আধা ঘণ্টা খেললেও কোনো সুবিধা আদায় করতে পারেনি নঁতে।

বাছাইপর্বের আর্জেন্টিনার বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিতের পরই ইনস্টা🐼গ্রাম পিএসজির হয়ে সেরাটা দেওয়ার আভাস দেন লিওনেল মেসি। এরপর নঁতের বিপক্ষে পিএসজির ৩-১ গোলে জয়ে🌜 প্রধান ভূমিকা রাখলেন তিনি।

বার্সেলোনার হয়ে নিজের সেরা🦩 সময় কাটিয়ে পিএসজিতে এসেও যেন এই ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড জানালেন, এখনো ফুরিয়ে যাননি তিনি।