বাংলাদেশ ছাড়লেন হেলস, যাওয়ার আগে যা বললেন তামিমকে নিয়ে

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৫, ০৫:৫৭ পিএম
তামিম ইকবাল ও অ্যালেক্স হেলস । ছবি : সংগৃহীত

বাংলাদেশ ছেড়ে চলে গেছেন ইংল্যান্ডের ক্রিকেট তারকা অ্যালেক্স হেলস। রংপুর রাইডার্সের হয়ে বৃহসꦅ্পতিবার শেষ ম্যাচ খেলে﷽ছেন তিনি। যে ম্যাচে ফরচুন বরিশালের তামিম ইকবাল ম্যাচ হেরে হেলসের সঙ্গে তর্কে জড়ান এবং এক পর্যায়ে তার দিকেও তেড়ে যান।   

এবারের বিপিএলে ৬ ম্যাচের চুক্তিতে রংপুর দলের হয়ে খেলতে আসা ইংলিশ তারকা বাংলাদেশ ছাড়ার আগে জানালেন তিক্ত অভ🍨িজ্ঞতার কথা।

তামিমের সঙ্গে তর্কের কারণ তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ম্যাচ শেষে একটি বেসরকারি টেলিভিশনে বিষয়টি স্পষ্ট করেছেন হেলস। তামিমেরꦐ সঙ্গে তর্কে জড়ানোর বিষয়টিকে ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করেছেন হেলস। ইংলিশ ব্যাটার জানান, তামিম তাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন।

হেলস বলেন, ‘‘আমার মনে হয় ম্যা▨চ হেরে সে (তামিম) হতাশ (আপসেট) ছিল। সে আমার কাছে এসে বললো- ‘আমি কিছু বললে সেটি যেন সামনাসামনি বলি।’ অথচ আমি তাকে কিছুই বলিনি। আমি জানি 🏅না কেনো সে এটাকে ব্যক্তিগতভাবে নিলো। ২০২১ সালে আমি বিয়ার পানের জন্য (ক্রিকেটে) ২১ দিন নিষিদ্ধ হয়েছিলাম, সেই প্রসঙ্গ নিয়েও সে (তামিম) কথা বলেছে। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে। এমন কিছু কথা বলেছে যা আমাকে কষ্ট দিয়েছে। তাকে বলার কিছু নেই। যা খুবই লজ্জার ব্যাপার।’’

তবে তাম𒉰িমের সঙ্গে কী হয়েছে- তা মনে রাখতে চান না হജেলস, ‘এসব নিয়ে না ভেবে সামনে এগোতে চাই।’

এবারের বিপিএল শেষ করেই হেলস যোগ দিয়েছেন সংযুক্ত আরব 🌠আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএল টি-টোয়েন্টিতে। বিপিএল থেকে প্রাপ্ত আত্মবিশ্বাস সেখানে কাজে লাগাবেন ইংলিশ তারকা।

শেষ দিকে বাজে অভিজ্ঞতা হলেও এবারের বিপিএল ভালোই কেটেছে হেলসের। ৬🌄 ম্যাচে রান করেছেন ২১৮। হাঁকিয়েছেন একটি সেঞ্চুর🦩িও (অপরাজিত ১১৩)।

হেলস কথা শেষ করেন সমর্থকদের ধন্যবাদ জানিয়ে। বলেন, ‘এটা চমৎ🔥কার। এখানকার সমর্থকরা বিশ্বের অন্যতম সেরা। তারা সব সময় আমাদ♌ের জন্য গলা ফাটায়। সমর্থন করে। সবাইকে ধন্যবাদ দিতে চাই।’

রংপুরের মিডিয়া ম্যানেজার আহসানুর রহমান মল্লিক রনি জানান, গতকালের ম্যাচ শেষ করেই আরবᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚ আমিরাত চলে গেছেন হেলস।

উল্লেখ্য, বিপিএলে কোয়ালিফায়ার-২ ও ফাইনাল অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী ৫ ও ৭ ফেব্রুয়ারি। উপরের দুটি শর্ত মিলে গেলে এই দুই ম্যাচꦓে পুনরায় রংপুরেরꦆ জার্সিতে দেখা যেতে পারে হেলসকে।