নারী সাংবাদিকের সঙ্গে মেসির প্রেমের সম্পর্ক নিয়ে যা জানা গেল

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৫, ০৩:৫৯ পিএম
লিওনেল মেসি ও তার স্ত্রী অ্যান্টোনেলা রোকুজো। ছবি : সংগৃহীত

আটবারের ব্যালন ডি’অর খেতাবজয়ী, ফুটবল বিশ্বে সর্বকালের অন্যতম সেরা তারকা  লিওনেল মেসি নিজের ব্যক্তিগত জীবনকে খুব একটা লোকের 🐽সামনে আনেন না। সোশ্যাল মিডিয়ায়ও খুব🐭 বেশি সক্রিয় থাকেন না। কিন্তু গত বছর আর্জেন্টাইন নারী সাংবাদিক সোফি মার্টিনেজের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন ছড়ায়। ২০২২ বিশ্বকাপ জয়ের পর মার্টিনেজকে একটি আবেগঘন সাক্ষাৎকারে দিয়েছিলেন মেসি। তারপরই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়।

লিওনেল মেসি ও নারী সাংবাদিক সোফি মার্টিনেজ। ছবি: সংগৃহীত

মার্টিনেজ সম্প্রতি এমন অভিযোগের জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এক সা🦋ক্ষাৎকারে কথোপকথনের সময়, তিনি সাফ জানিয়ে দেন মেসির সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। কীভাবে এই গুজব ছড়াল তার ধারণা নেই বলেও মন্তব্য করেন এই নারী সাংবাদিক।

সোফি অভিযোগ করেছেন, এই গুঞ্জন রটানোর পিছনে একমাত্র দায়ী সমর্থকরা। তিনি বলে꧟ন, ‘সব সময় খ্যাতি ভালো নয়। এই গুঞ্জনের জেরে আমার পরিবার সমস্যায় পড়েছে। এই বছর লোকে বিষয়টি নিয়ে যেন আরও বেশি কথা বলছে। বিষয়টা অনেকটা এরকম- কী ব্যাপার, সে তোমার দিকে ওইভাবে তাকিয়ে কেন। আমায় কোনও কিছুর মাঝে এমন ভাবে দেখা গিয়েছে যা আমায় স্পষ্ট করার জন্♛য বাধ্য হতে হয়েছে।’

এর আগে ২০২৩ সালে এক সাক্ষাৎকারে সোফি স্পষ্ট করে দিয়েছিলেন যে, মেসির স্ত্রী এমন কোনওরকম গুজব ছড়াননি। তিনি বলেছিলেন, ‘না, একেবারেই না। আমি জানি না এগুলো কীভাবে রটেছে। আমি অ্যান্টোনেলার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। সে যেভাবে এই বিষয়গুলোর সঙ্গে মোকাবিলা করে তার জন্য আমি তাকে খুব সম্মান করি। যেই পারিবারিক জীবন তারা বজায় রাখে ত𓂃া দেখে আমার খুব ভালো লাগে। তারা যেইভাবে জীবনযাপন করে তা দেখে সত্যিই খুব ভালো লাগে।’

উল্লেখ্য, লিওনেল মেসি ও 🐷অ্যান্টোনেলা রোকুজোর সম্পর্কের কথা কারও অজানা ন🀅য়। কিশোর বয়স থেকেই একজন অপরজনকে ভালোবাসতেন। কিন্তু ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে ডেটিং শুরু করেন। মেসি ২০০৯ সালে একটি সাক্ষাৎকারে প্রথম সম্পর্কের বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন। তারপর এক মাস পরে একটি কার্নিভালে দু’জনে একসঙ্গে প্রকাশ্যে আসেন। অবশেষে ২০১৭ সালে দুইজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে ৩ সন্তান রয়েছে তাদের।