গতবার বꦬিপিএলে সর্বাধিক রান করেছিলেন বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল। এই ফরম্যাটে তিনি এখনো সেই ফর্ম ধরে রাখতে পেরেছেন। তার প্রমাণ মিললো বৃহস্পতিবার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি আসরে।
চট্ꦜটগ্রামের হয়ে মাত্র ৩৩ বলে ৮টি🗹 চার ও ৩টি ছক্কায় তামিম করেন ৬৫ রান। স্ট্রাইকরেট প্রায় ২০০।
তামিমের এই ঝোড়ো ফিফটিতে ১৫ ওভারের ম্যাচে তার দল সিলেটের বিপক্ষে করেছ🍸ে ৯ উইকেটে ১৪৫ রান। জবাবে ১৪.২ ওভারে ১৩৩ রানে গুটিয়ে যায় সিলেট। ১২ রানের জয় পেল চট্টগ্রাম।
তামিম ছাড়াও অপ🐻র ওপেনা🐻র মাহমুদুল হাসান জয় ১৭ বলে ২৯ এবং সাব্বির হোসেন শিকদার ১২ বলে ১৫ রান করেন।
সিলেটের তাওফিক খান তুষার মাত্র ৩৬ বলে ৭টি চার ও ৬টি ছক্কায় ৭৬ রানের দারুণ ইনꦉিংস খে💛লেও দলের জয় নিশ্চিত করতে পারেননি।
ঘন কুয়াশার কারণে দেরিতে๊ খেলা শুরু হওয়ায় তা ১৫ ওভারে নামিয়ে আনা হয়।
তামিম প্রথম ম্যাচে মাত্র ১৩ রানে আউট হꩲন এবং তার দল ৫ উ♌ইকেটে রংপুরের কাছে হেরে যায়।