অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ ম্যাচ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আবার শীর্ষে উঠেছে ভারত। তার𓂃া শীর্ষে থা♌কলেও এখনও ফাইনালের জন্য কোনও দল নিজেদের জায়গা নিশ্চিত করতে পারেনি। দৌড়়ে রয়েছে ভারতসহ পাঁচটি দল। তাদের মধ্যে যে কোনও দু’টি দল ফাইনাল খেলবে।
বাংলাদেশ রয়েছে নবম বা সবার নীচে। ফাইনালের লড়াই ছিটকে গেছে বাংলাদেশসহ চার দেশ। অথচ, পাকি❀স্তানের মাটিতে স্বাগতিকদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ উঠে এসেছিল চার নম্বরে। আর ফাইনালে উঠার একটা সম্ভাবনাও তৈরি করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু এরপর ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই সিরিজে হোয়াইটওয়াꦯশ হয় বাংলাদেশ। সর্বশেষ তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্টে হেরে একেবারে তলানিতে চলে গেছে।
এক নম্বরে থাক ভারত ১৫টি টেস্টের মধ্যে ৯টিতে জিতেছে, ৫টিতে হেরেছে এবং ১টিতে ড্র করেছে। ভারতের পয়েন্ট ১১০। তাদের পয়েন্♚টের শতাংশ ৬১.১১। এই পয়েন্টের শতাংশের উপর নির্ভর করেই শীর্ষে থাকা দুই দল চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে। আগের দুই বারই ফাইনাল খেলেছে ভারত।
দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া ১৩টি টেস্টের মধ্যে ৮টিতে জিতেছে, ৪টিতে হেরেছে এবং ড্র করেছে ১টিতে। অস্ট্রেলিয়ার পয়েন্ট ৯০। পয়েন্টের শতাংশ ৫৭.৬৯। অস্ট্রেলিয়ার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে আরও তিনটি দল। তিন নম্বরে থাকা শ্রীলঙ্কার পয়ে๊ন্টের শতাংশ ৫৫.৫৬। চার নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। ভারতকে হারিয়ে তাদের পয়েন্টের শতাংশ বেড়ে হয়েছে ৫৪.৫৫। পাঁচ নম্বরে🗹 থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্টের শতাংশ ৫৪.১৭।
এছাড়া, ৪০.৭৯ শতাংশ নিয়ে ছয় নম্বরে রয়েছে☂ ইংল্যান্ড, ৩৩.৩৩ শতাংশ নিয়ে সাতে পাকিস্তান, ২৬.৬৭ শতাংশ নিয়ে আটে ওয়েস্ট 🧜ইন্ডিজ এবং ২৫.০০ শতাংশ নিয়ে নয় ও শেষ স্থানে বাংলাদেশ। ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ ছিটকে গেছে ফাইনালে উঠার লড়াই থেকে।