এশিয়ান চ্যাম্পিয়🗹ন্স লিগ ফুটবলে ‘বি’ গ্রুপের এক ম্যাচে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর ৩-১ গোলে আল গারাফাকে পরাজিত করেছে।
সোমবার রাতের এই জয়ে জোড়া গোল কর𝔍ে বড় অবদান রাখেন পাঁচ বারের ব্যালন ডি’অর খেতাবজয়ী রোনালদো।
ম্যাচের ৪৬ মি💝নিটে ও ৬৪ মিনিটে গোল দুটি করেন রোনালদো। মাঝে ৫৮ মিনিটের সময় গ্যাব্রিয়েল একটি গোল করেন। আর ৭৫ মিনিটের মাথায় হোসেলু গারাফার হয়ে একটি গোল পরিশোধ করে।
গ্রুপে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সৌদি আ🐓রবের আল আহলি। একই দেশের দল আল নাসর ১৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে আছে। আর ১২ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে আছে ব্রাজিল তারকা নেইমারের দল সৌদি আরবের আল হিলাল।