এন্টিগা টেস্ট

উইন্ডিজ দ্রুত ৩ উইকেট হারালো, বাংলাদেশ পিছিয়ে ২৪২ রানে

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪, ১০:৪৫ পিএম
দুর্দান্ত বোলিং করেন তাসকিন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ দল এক উইকেট হাতে রেখে পিছিয়ে থাকা অবস্থায় প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। ওয়েস্ট ইন্ডিজ সোমবার চতুর্থ দিনে মধ্যান্যভোজের বিরতিতে যায় ৩ উইকেটে ৬১ রান নিয়ে। এ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ২৪২ রানে এগ💫িয়ে আছে। 

বাংলাদেশের তাসকিন আহমেদ ২টি ও শরিফুল ইসলাম ১ট উইকেট লাভ কর♈েন।  

এর আগে এন্টিগায় প্রথম টেস্ট ম্যাচে��র তৃতীয় দিনের খেলাশেষে রোববার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ১৮১ রানে পিছিꦿয়ে ছিল। 

রোববার বাংলাদেশ ৯ উইকেটে ২৬৯ রান করলে তৃতীয় দিন শেষ হয়। বাংলাদেশ মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়লেও ♐মুমিনুল হক এ♍বং জাকের আলির হাফ সেঞ্চুরিতে একটা সম্মানজনক স্কোর গড়তে সক্ষম হয় বাংলাদেশ। 

মুমিনুল ৫০ এবং জাকের আলি ৫৩ রান করেন। 

ওয়েস্ট ইন্ডিজের আಞলজারি জোসেফ ৩টি উইকেট লাভ করেন। 

এরআগে গ্রেভসের সেঞ্চুরিতে ৯ উইকেট👍ে  ৪৫০  রান করে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। গ্রেভস ১১৫ রান করেন। 

বাংলাদেশে꧃র হাসান মাহমুদ ৩ট এবং তাসকিন আহমেদ💟 ও মেহেদি হাসান মিরাজ ২টি করে উইকেট লাভ করে।