বেশ কিছুদিন ধরেই আঙুলের চোটে ভুগছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান। অবশ্য চোট সারিয়ে নেপালের এভারেস্ট লিগে খেলতে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে গিয়ে আবারও পুরনো চোটে পড়ায় টুর্নামেন্ট শেষ না করেই দেশে ফিরতে হয়েছিল তাকে। এই চোট থেকে এখনও পুরোপুরি সেরে না ওঠায় পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে দেখা যাওয়া নিয়ে সন্দেহ প্রক🌱াশ করেছে বিসিবি। শুক্রবার (১২ নভেম্বর) এমন কথাই জানিয়েছেন বিসিবির ফিজিও বায়েজিদ ইসলাম।
দুপুরে মিরপুরে সংবাদ মাধ্যমকে বিসিবির ফিজিও বায়েজিদ ইসলাম বলেন, ‘তামিমের হাতের বৃদ্ধাঙ্গুলে যে ফ্র্যাকচার হয়েছিল তার পুনর্বাসন প্রক্রিয়া এখনও চলছে। পুনর্বাসনের প্রায় ২ সপ্তাহ চলে গেছে। উন্নতি হচ্ছে। স্পিন বোলিংয়ের বিপক্ষে দিনকে দিন ভালো খেলছে। রেঞ্জ অব মোশনসহ বাকি সবকিছুই ভালো হচ্ছে। কিন্তু পেসের বিরুদ্ধে খেলতে এখনও স্বাচ্ছন্দ্য বোধ করছে না। তাই বলা যায় এখনও পুরোপুরি সেরে 🐲ওঠেনি।’
পুনর্বাসনের মধ্যে দিয়ে গেলেও সম্পূর্ণ ফিট হতে কত সময় লাগবে তা ঠিক করে জানাতে পারেননি ফিজিও বায়োজিদ ইসলাম। তিনি বলেন, &𓄧lsquo;কত ভাগ রিকভারি হয়েছে এ🍎ভাবে বলা যাবে না, এডজাস্টমেন্ট লাগবে। সেরে ওঠার জন্য যতটুক সময় লাগে ততটুক সময় আমরা তাকে দিয়েছি। সেও ভালোভাবে ওভারকাম করেছে। আশা করছি পাকিস্তান সিরিজের আগেই সেরে উঠবে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও বায়েজিদꩵ ইসলাম আরও বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল ওকে এনসিএলের🧜 পঞ্চম রাউন্ডে খেলানোর। এই মুহূর্তে মনে হচ্ছে এনসিএল খেলতে পারবে না। তবে চেষ্টা করব ষষ্ঠ রাউন্ডে খেলানোর। এখন পর্যন্ত যে অবস্থা তাতে শঙ্কা থেকে যাচ্ছে। এখনও বলা যাচ্ছে না।’
পাকিস্তানের বিপক্ষে দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হবে আগামী ꦺ২৬ নভেম্বর।