সিক্স এ সাইড ক্রিকেট

নির্বাচকদের কুনজরে থেকেও যিনি বাংলাদেশের জয়ের নায়ক

তারিক আল বান্না প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ০৯:৫০ পিএম
মোহাম্মদ সাইফউদ্দিন। ছবি: সংগৃহীত

এতো ভালো একজন অলরাউন্ডার। তারপরও বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পাননা। হয়তো নির্বাচকমণ্ডলীর দৃষ্টিতে পড়ার মতো বিশেষ কোনো যোগ্যতা তার নেই। অথচ, তিনি বাংলাদেশের এই মুহূর্তে সেরা পেস বোলিং অলরাউন্ডার। এতোক্ষণে হয়তো তাকে চিনতে পেরেছেন। তিনি  হতভাগা মোহাম্মদ সাইফউদ্দিন। এবার সেই সাইফউদ্দিন   হলেন বাংলাদেশের জয়ের নায়ক। টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি নয়, তিনি হংকং সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের এক ম্যাচে প্রায় একাই আরব আমিরাতকে হারিয়েছেন তিনি। এই জয়ে বাংলাদেশ দল আসরের সেমিফাইনালে উঠেছে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশ জিতেছে ১৮ রানে। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ৬ ওভারে ১ উইকেটে ১১১ রান করে। সাইফউদ্দিন মাত্র ৯ বলে ৫টি ছক্কা ও ১টি চারে ৩৬ রান করেন। এছাড়া, দলের পক্ষে আব্দুল্লাহ আল মামুন ১১ বলে ৩১ ও জিসান আলম ১৭ বলে ৩৪ রান করেন। জবাবে আরব আমিরাত ৩.২ ওভারে ৩ উইকেটে ৪৩ রান করার পর বৃষ্টি শুরু হয়। যা আর থামেনি।  ফলে বৃষ্টি আইনে বাংলাদেশকে জয়ী ঘোষণা করা হয়। আমিরাতের পতন ঘটা ৩ উইকেটের মধ্যে সাইফউদ্দিন নেন ২টি এবং মামুন নেন ১টি। ম্যাচসেরাও হন সাইফউদ্দিন। তার এমন অলরাউন্ডিং পারফরম্যান্সও মন গলাতে পারে না আমাদের নির্বাচকদের। অথচ, অনেক খেলোয়াড় আছেন, যারা টানা ব্যর্থতা দেখানোর পরও নিয়মিত টি-টোয়েন্টি,  ওয়ানডে, এমনকি টেস্ট দলে সুযোগ পাচ্ছেন। দেশের পরিস্থিতি বদলায়, বিসিবির চেয়ার বদলায়, কিন্তু উপযুক্ত খেলোয়াড়কে নূন্যতম মর্যাদা না দেওয়ার সাবের-পাপনের মানসিকতা বদলাচ্ছে না নতুনদেরও। তারা কি কোনো ব্যাখ্যা দিতে পারবেন? হয়তো না। আর এতে কিন্তু ক্ষতিগ্রস্থ হচ্ছে বাংলাদেশের ক্রিকেট,  বাংলাদেশের মর্যাদা। আন্তর্জাতিক বিশ্বে যেই মর্যাদা প্রতিষ্ঠা করে গেছেন রকিবুল হাসান, ইউসুফ বাবু, জাহাঙ্গীর শাহ বাদশাহ, আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা যুগে তাদের নৈপূন🐻্য দেখিয়ে।