রাজধানীর মিরপুরে চালু হয়েছে জনপ্রিয় মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। মিরপুর ২ নম্বরের সনি সিনཧেমা হলের স্থানে নির্মিত হয়েছে এই সিনেপ্লেক্সটি। এখানে মোট তিনটি স্ক্রিন রয়েছে। হলের পরিসর অনুযায়ী আসনসংখ্যা রয়েছে যথাক্রমে ৪০৮, ২২৫ ও ১৩৬। নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসংবলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে হলগুলো নির্মিত হয়েছে।
শুধু সিনেমা হল নয়, দেশের নামীদামি পোশাকের ব্র্যান্ড, ফুড কোর্ট, জিমসহ অনেক কিছুর সমন্বয়ে পরিপূর্ণ একটি বিনোদন কেন্দ্র হিসে♏বে এখানে গড়ে উঠেছে। গতকাল ১৯ আগস্ট থেকে টিকিট বিক্রি শুরু হয়, আজ ২০ আগস্ট থেকে সিনেমা প্রদর্শন শুরু হয়েছে।