অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদ🎀িক শফিকুল আলম। তি🦩নি বার্তা সংস্থা এএফপির বাংলাদেশ ব্যুরো প্রধান।
মঙ্গলবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি ক🍨রা প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, শফিকুল আলমকে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টির সাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারের সচিব পদমর্যাদা ও ৭৮ হাজার টা🌟কা বেতন এবং অন্যান্য সুবিধাসহ প্রধান উপদেষ্টার প্রেস সচিব পদে চুক্তিভিꦺত্তিক নিয়োগ দেওয়া হলো।