লক্ষ্মীপুরে বন্যাদুর্গত এলাকꦓায় ৭টি আশ্রয়কেন্দ্রে ১ হাজার মানুষের মাঝে রান্না খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) কোয়ালিটি লাইফ ফাউন্ডেশনের (কিউএলএফ) উদ্য♉োগে এ খাবার বিতরণ করা হয়।
সংস্থাটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিউএলএফের উদ্যোগে স্থানীয় সংগঠক ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় পৌর শহীদ স্মৃতি একাডেমিতে ৪৫০ জন, মান্দারী হাই স্কুলে ৪০০ জন, জিল্লুর রহিম কলেজে ২০০ জন, বটতলী স্কুলে ১২০ জন, আবু হুরায়ারা মাদ্রা💜সায় ৮০ জন, মান্দারী প্রিক্যাডেটে ২৫০ জন, ঠাকুরকান্দি মাদ্রাসায় ১২০ জন অসহ🐈ায় বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করা হয়।
খাবারে মেন্যু হিসেবে ছিলো প্লেইন পোলাও,꧟ চিকেন কারি, সিদ্ধ ডিম ও পানি। এ সময় সংস্থাটি বন্যার্তদের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানায়।
কিউএলএ♒ফের পক্ষ থেকে জানানো হয়, বন্যার্তদের জীবনে কিছুটা স্বস্তি দি꧋তে তাদের এ প্রচেষ্টা চলমান থাকবে।
খাবার বিতরণ কাজে অংশগ্রহণ করেন কিউএলএফের সমন্বয়ক ডা. দলিলুর রহমান, ডা. ইশরাত জাহান, ডা. মিজানুর রহমান, ডা. আবু রা🌸য়হান, ডা. মামুন হোসেন, শহীদ স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক আওলাদ হোসেন চৌধুরী, সিনিয়র শিক্ষক নাজমুন নাহার, মান্দারী হাই স্কুলের প্রধান শিক্ষক গিয়াস উদ্দি🍸ন, স্থানীয় সংগঠক আতিকুর রহমান, মহিউদ্দিন আজাদ প্রমুখ।