গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ করার সিদ্ধান্ত

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৪, ০৮:১৫ পিএম
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গণভবন। ছবি : সংগৃহীত

গণভবনকে জনগণের জন্য উন্মুক্ত করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্ꦚটেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে ♏অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়।

এদিন অন্তর্বর্তী সরকারের প্রধান উﷺপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক😼 অনুষ্ঠিত হয়।

বৈঠকে গণভবনকে স্মৃতি জাদুঘরে রূপ দিয়ে জনসꦯাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হ‌য়।

বৈঠক শেষে সন্ধ্যায় এক সং💛বাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

রাজধানীর ফরেন সা‌র্ভিস একাডেমিতে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন🌠, “গণভবনকে জুলাই গণঅ♑ভ্যুত্থান স্মৃতি জাদুঘরে পরিণত করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় গণভবন যেমন ছিল, তেমন রেখে স্মৃতি জাদুঘর করা হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”

[97431]

এর আগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাসপূর্তি উপলক্ষে ‘শহীদি মার্চ’ প্রসঙ্গে এক ফেসবুক লাইভে গণভবনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে জাদুঘর করার প্রস্তাব দেওয়ার কথা জানান আন্দোলনের অন্যত𝓡ম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।