বিমানবন্দরে যাত্রীর সঙ্গে অসদাচরণ করে বরখাস্ত হলেন ৩ কর্মকর্তা

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৪, ০৭:২৯ পিএম
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানব🍸ন্দরে এক যাত্রীর সঙ্গে ‘অসদাচরণ’ করায় তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে (এআরও) বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মোবারা খানম তাদের বরখাস্ত🥃 করেন।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হ♚লেন, মো. আজিজুল হক, শিমুল চৌধুরী ও আল আমিন। এ ছাড়া আরও দুই কর্মকর্তাকে ঢাকা কাস্টমস হাউজের সদরদপ্তরে ক্লোজ করা হয়েছে🙈।

তথ্যটি নিশ্চিꦡত করে ঢাকা কাস্টমস হাউস জানায়, রোববার (১৫ সেপ্টেম্বর) বিদেশফেরত এক যাত্রীর ব্যাগ চেকিংয়ের সময় তাকে হয়রানি করেন অভিযুক্ত কর্মকর্তাౠরা। এ ঘটনায় প্রকাশিত একটি ভিডিওতে ওই যাত্রীর ব্যাগ খুলে কয়েকজনকে চকলেট নিয়ে খেতে দেখা যায়। পরে বিষয়টি এনবিআর কাস্টম কমিশনারের নজরে আসে।

[98588]

ঢাকা কাস্টমস হাউস আরও জান🌳ায়, কমিশনার বিষয়টি খতিয়ে দেখে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে তিন সহকার꧙ী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।