গণটিকার দ্বিতীয় ডোজ আজ

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২১, ০৮:৫৯ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শুরু হওয়া বিশেষ গণটিকা কর্মসূচির আ🐠ওতায় নেওয়া প্রথম ডোজ গ্রহণকারীদের জন্য় দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ⛎৯টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। চলবে বিকেল ৩টা পর্যন্ত। সারা দেশের সব ইউনিয়ন, জেলা, পৌরসভা এবং সিটি করপোরেশন এলাকায়꧟ গণটিকা কার্যক্রম চলবে। 

গত ২৮ সেপ্টেম্বর প্রথম ডোজ টিকাগ্রহণকারীরা টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে এই ক্যাম্পেইনে দ্বিতীয় ডোজ পাবেন। যারা পরে ;নিবন্ধিত হয়েছেন, তারা🎃ও টিকা নিতে পারবেন। তবে নির্দিষ্ট কেন্দ্রেই টিকা নিতে হবে। কেন্দ্র পরিবর্তন করলে টিকা দেওয়া হবে না।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, টিকাগ্রহীতাদের উপস্থি🐻তি বিবেচনা করে বিকেল ৩টার পরও ক্যাম্পেইন চলতে পারে বলে জানান সংশ্লিষ্টরা।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক﷽ ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, “চলতি মাস🌠ে চার কোটি মানুষকে টিকার দুই ডোজ দেওয়া যাবে। নভেম্বর মাসে অন্তত পাঁচ কোটি মানুষ দুই ডোজ পূর্ণ টিকা পাবেন।”

মহাপরিচালক আরও বলেন,🧸 “সরকারের লক্ষ্যমাত্রা দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় নিয়ে আসা। টিকা ও জনবল স্বল্পতায় সেটা কি💎ছুটা সময়সাপেক্ষ।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে গত 🐷২৮ ও ২৯ সেপ্টেম্বর সারা দেশে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা দেওয়া হয়। ২৫ বছরের বেশি বয়সী ব্যক্তিরা এই টিকা পেয়েছেন। টিকা দেওয়ার ক্ষেত্রে চল্ল💃িশোর্ধ্ব, নারী, প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হয়।এই ক্যাম্পেইনের দুই দিনে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৭৮ লাখ ১১ হাজার ২১৬ জন।