রাজধানীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩ 

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১, ০৩:৫২ পিএম

রাজধানীর কদমতলী এলাকা থেকে ২টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটারগান ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্ജতাℱর করেছে র‌্যাব-১০ এর একটি দল।

রোববার (১৭ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে র‌্যাব রাজধানীর কদমতলী থানাধীন শ্যামপুর ট্রাক স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৪৪৭ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটিꦉ প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন- জাকিꦺর হোসেন (৩০), আজিজুল হক (২২) ও মো. পলাশ মোল্লা (২৮)।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে জানায়, তারা অস্ত্রধারী মাদক ব্যবসায়ী। দীর্ঘ দিন ধরে কদমতলীসহ ঢাকার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল তারা।&nbs🍌p;

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র ও ম𝓰াদক আইনে পৃথক মামলা করা হয়েছে ♛বলেও জানায় র‌্যাব।