জলবায়ু-জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতা করবে জার্মান

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১, ০৭:৪৬ পিএম

জলবায়ু ও জ্বালানি খ🎃াতে জার্মান সরকার বাংলাদেশকে সব ধরণের সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে নবনিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রোস্টার।

রোববার (১৭ অক্টোবর) গণভ🌳বনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রোস্টার এ কথা জানান।

আচিম ট্রোস্টার বলেন,𝓀 "জলবায়ু ও জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় জার্মানি। এই বিষয়ে সব ধরনের সহযোগিতা করতে জার্মান সরকার প্রস্তুত।🐠"

বাংলাদেশের সঙ্গে জার্মানির দ্বিপাক্ষিক সুসম্পর্কের কথা উল্লেখ করেন রাষ্ট্রদূত আচিম ট্রোস্টার। তিনি বলেন,🔥 "দুই দেশ চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর অতিক্রম করছে। বাংলাদেশের অগ্রযাত্রায় আমি অভিভূত।"

করোনা পরিস্থিতিতে বাংলাদেশের নেওয়া পদক্ষেপ ও তার সফলতার প্রশংসা করেন জার্মান রাষ্ট্🉐রদূত।

জার্মান রাষ্ট্রদূত বলেন, "কোভিড-১৯ পরিস্থিতি বাংলাদেশ সাফল্যের সঙ্গে মোকাবিলা করেছে। পৃথিবীর অন্য দেশ🍸ের তুলনায় বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যু হার অনেক 🐈কম।";

এ সময় করোনা মহামারি মোকাবিলায় বাং𓃲লাদেশ সরকারের🐻 নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

এছাড়াও বাংলাদেশে নিযুক্ত নেপালের বিদায়ী রাষ্ট্রদূত বংশীধর মিশ্রনের সঙ্গেও সৌজন্য সাক্ষ💦াত করেন প্রধানমন্ত্রী। বিভিন্ন সংকটে নেপালকে বাংলাদেশ থেকে চিকিৎসা সামগ্রীসহ বিভিন্ন সহায়তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান নেপালের🦄 রাষ্ট্রদূত।