‘৮৬০ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে জার্মানি’

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০৮:৪৮ পিএম

পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া থেকে ৮৬০ জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে জার্মানি প্রবেশ করে। জার্মানি থেকে 💫এসব বাংলাদেশিদের ফেরত পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সম্প্রতি রোমানিয়া ও সার্বিয়া সফর শেষে বৃহস্পতিবার (১৪ অক্টোব💃র) রাজধানীর নিজ বাসভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ♛পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, “৮৬০ জন বাংলাদেশি রোমানিয়া থেকে জার্মানিতে পালিয়ে যায়। জার্মানিতে টাকা বেশি তা💫ই তারা রোমানিয়া থেকে ওখানে চলে যায়। এখন এদের জার্মানিতে থেকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। ওইদেশে অবৈধভাবে গেলে কোনো স্থান নেই। অবৈধ হলে তারা ধরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) মাধ্যমে পাঠিয়ে দেয় তারা।”

এ সময় অবৈধ অভিবাসীদের দেশে ফেরানোর বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ জানিয়ে মোমেন বলেন, “আমরা এখন আইনের বেড়াজালে পড়ে ঝামেলায় আছি।&rไdquo;

এদিকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো অবৈধ অভিবাসনের পক্ষে শক্ত অবস্থানে রয়েছে। আর বাংলাদেশও চ🔴ায় না কোনো নাগরিক অবৈধভাবে ইউরোপোর দেশগুলোতো পাড়ি জমাক।