তুরাগে ট্রলারডুবি, ৫ জনের লাশ উদ্ধার

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১, ০৬:০৭ পিএম

রাজধানীর গাবতলী সংলগ্ন তুরাগ নদীতে ডুবে যাওয়া ট্রলারের আরও দুই যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট পাঁচ জনের লাশ উদ্ধার করা হল।
 
শনিবার (৯ অক্টোবর) সকালে আমিনবাজার কয়লার ঘাটের কাছে ডুবে যাওয়া ট্রলারটির আরও কয়েক যাত্রী এখনও নিখোঁজ বলে  বলে স্থানীয়রা জান🔯িয়েছে। সেখানে ফায়ার সার্ভিসের ডুবুরিরা অনুসন্ধান চালাচ্ছে।  

নৌপুলিশের ঢাকা🦋 বিভাগের📖 পুলিশ সুপার ফরিদুল ইসলাম বিকালে আরও দুটি লাশ উদ্ধারের খবরটি নিশ্চিত করে বলেন, “আরও দুইজনের লাশ পাওয়া গেছে। সম্ভবত আরও ৪/৫জন নিখোঁজ আছে।”

এর আগে দুপুরে তিনটি ল🌺াশ উদ্ধারের খবর দিয়েছিলেন নৌপুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

এদের মধ্যে একজন ত্রিশোর্ধ্ব এক নারী এ𝔍বং ৫ থেকে ৭ বছর বয়সের দুটিไ শিশু। ওই নারীর নাম শিউলী বেগম এবং দুই শিশুর মধ্যে একজনের নাম ইমরান, অন্যজনের নাম আরমান বলে প্রথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

এদিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনুসন্ধান চালিয়ে যাচ্ছে বল♛ে জানান ফরিদুল।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা লিমা খানম বলেছিলেন, ‍“সকাল সাড়ে ৫টার দিকে ট্রলারটি ডুবে গেলেও ফায়ার সার্ভিস পৌনে ৯টার দিকে খবর যায়। তারপরই নিখোঁজদের সন্ধানে কাজ শুরু ক🎃রে ডুবুরিরা।”

তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।

নিখোঁজদের উদ্ধারে ডুবর✨ি দল কাজ করছে বলেও জানান ডিউটি অফিসার 🌼লিমা খানম।