একনেক বৈঠকে ৮ প্রকল্প অনুমোদন

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১, ০২:৩৭ পিএম

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ৭ হাজಌার ৫৮৯ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ৮টি প্෴রকল্প অনুমোদন পেয়েছে। 

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলনকক্ষে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এনই🌟সি সম্মেলনকক্ষে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে পরিকল্পনামন্ত্ꦛরী এম এ মান্নান সংবাদ সম্মেলনে প্রকল্প নিয়ে ব🐎্রিফ করেন।

মন্ত্রী বলেন, অনুমোদন দেওয়া প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়𒉰নে ৫ হাজার ৯ কোটি ৭২ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ২ হাজার ৫৮০ কো🌳টি টাকা ব্যয় করা হবে। 

একনেকে যে প্রকল্পগুলো অনুমোদন করা হয়েছে সেগুলো হলো—

১. পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মীদের🅰 জন্য আবাসিক ভবন নির্মাণ

২. হিলি, বুඣড়িমারী ও বাংলাবান্ধা এলসি স্টেশনের ভৌত অবকাঠামো নির্মাণ

৩. বুড়িগঙ্ဣগা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীর তীরভূমিতে পিলার স্থাপন, তীর রক্ষা, ওয়াকওয়ে, জেটিসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ (২য় পর্যায়) (♕১ম সংশোধিত)

৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমা🗹ন নভোথিয়েটার, রংপুর স্থ⭕াপন প্রকল্প

৫. এক্সিলেরেটিং অ্যান্ড স্ট্রে♊ংথেনিং স্কিলস্ ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (অ্য﷽াসেট)

৬. আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র, মাদারীপুরের সক্ষমতা বৃদ্ধ🍌ি এবꦜং বৃহত্তর বরিশাল, ফরিদপুর অঞ্চলে ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প

৭. সিরাজগঞ্জ জেলায় যমুনা নদী হতে পুনরুদ্ধারকৃত ভূমির উনಌ্নয়ন এবং প্রস্তাবিত অর্থনৈতিক♐ অঞ্চল রক্ষা (১ম সংশোধিত)

৮. সাতক্ষীরা জেলার পোল্ডার নং ১৫ পুনর্বাসন