রাজধানীর পুরান ঢাকার লালবাগের একটি বা🌼সার ছাদ থেকে হাফিজ (১৩) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলি𒐪শ। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
পরে আইনি প🐬্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
হাফিজ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেল♒ার দক্ষিণ বাড়ির খাল এলাকার হারুন শেখের ছেলে। সে পরিবারের সঙ্গে লালবাগ ডুরী আঙুরী লেনের সেলিম মিয়ার বাড়িতে ভাড়া থেকে নিউমার্কেট এলাকায় হকারি করতো বলে জানা গেছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ ফিরোজ আলম জানান, খবর পেয়ে গত রাত সাড়ে ১১টার দিকে ডুরী আঙুরী লেনের ৪৭/১ নম্বর বাড়ির পঞ্চম তলার ছাদ থেকে ওই কিশোরের লাশটি উদ্ধার করা হয়। ছাদের বাথরুমের ভেতরে রক্꧂তাক্ত অবস্থায় পড়া ছিল লাশটি। তার গলা, ঘাড় ও꧂ পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
এসআই শেখ ফিরোজ আরো জানান, এ সময় ঘটনাস্থ💎ল থেকে পাটের রশি ও রক্তমাখা বস্তা, চিপসের প্যাকেটসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, তাকে হত্যার পর মরদেহ গুমের চেষ্টা করা হয়। বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে বলেও জানান শেখ ফিরোজ𓂃।