রাজধানীর আদাবরের শেখেরটেক এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে আব্দুল আজিজ (৩২) নামের এক যুব🐼ক নিহত হয়েছেন।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে 🌺৯টার দিকে এ ঘটনܫা ঘটে।
আদাবর থান💝ার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, শেখেরটেক ৮ নম্বর রোডের বাজারের দুই ব্যবসায়ী গ্রুপের মারামারির একপরꦛ্যায়ে আজিজকে ছুরিকাঘাত করা হয়। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সোয়া ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মরদেহ এখন সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে 🎃আছে। এখনো সুরতহাল সম্পন্ন হয়নি বলে জানান এসআ൲ই।
এসআই বলেন, “বাজারের সবজি ব্যবসায়ী অথবা মাছ ব্যবসায়ী 💜দুই গ্রুপের মাঝে ঝামেলার কারণে এটা হয়েছে। আমাদের টিম কাজ করছে। কে বা কা📖রা মেরেছে, তা জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”