সব বিভেদ ভুলে ঐক্যের ডাক দিলেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৪, ০৭:২১ পিএম
বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

কেউ যেন দেশকে বিভক্ত করতে না পারে, সে ব্যাপারে সব বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জ🌄ানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “আমরা একটা সুযোগ পেয়েছি। সে জন্য সরকারি 💎কর্মকর্তা, পুলিশ, সেনাবাহিনীসহ সব বাহিনীকে অনুরোধ করতে চাই, আসুন, এই সুযোগ আমরা কাজে লাগাই। আবার আমরা বাংলাদেশকে সমস্ত বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলি।”

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় ♍প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাত্র♈-জনতাকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, “আমি ছাত্র-জনতাকে ধন্যবাদ জানাতে চাই, যারা ১৫ বছর লড়াই করেছেন, তাদের ধন্যবাদ জানাতে চাই। তারা নিজেদের বুকের রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য আবার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। যেন আমরা দেশে আবার একটা গণﷺতান্ত্রিক পথ সৃষ্টি করতে পারি। আমরা এখানে সব মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে চাই।”

দলের সংস্কার প্রস্তাবের কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, “আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ২০১৬ সালে ‘ভিশন বাংলাদেশ টুয়েন্টি-থার্টি’ দিয়েছিলেন। আর আমাদের নেতা তারেক রহমান সাহেব ২০২২ সালে ৩১ দফা দিয়েছেন। সেই ৩১ দফা কী, সংস্কার প্রস্তাব। এই সংস্কারটা আমরা চাই। এই সংস্কার বলতে বুঝি, আমরা যেন ভোটটা দিতে পারি, আমাদের দেশে যেন শান্তি থাকে, জিনিসপত্রের দাম যেন কম হয়, মারামারি যেন না হয়, চুরি–ডꦰাকাতি যেন না হয়। আর কথায় কথায় ঘুষ যেন দিতে না হয়।”

আওয়ামী লীগ সরকার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “জনগণকে বোকা বানিয়ে তিনটা নির্বাচন করে জোর করে ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। তিনি ভেবেছিলেন, কোনো দিন ক𝔍্ষমতা থেকে যাবেন না। কিন্তু দেখেন, কীভাবে মাত্র কয়েক মাসের মধ্যে পরিবারের সবাইকে নিয়ে হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। সেই নেত্রী বলেছিলেন, আমি পালাই না, আমি ভয় পাই না, আমি মুজিবের বেটি, আমি পালাই না।”

[107443]

বিএ🍃নপির মহাসচিব আরও বলেন, “পালিয়ে গিয়ে হাসিনা ওখান ▨থেকে ষড়যন্ত্র করছেন, চক্রান্ত করছেন। একটা মিথ্যা প্রচারণা চালাচ্ছেন—এখানে নাকি আমাদের হিন্দু ভাইদের ওপর অত্যাচার করা হচ্ছে। আমরা খুব শান্তিপ্রিয় মানুষ। আমরা সবসময় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমান একসঙ্গে বসবাস করি।”