মারমা কিশোরীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ৬, ২০২২, ০২:০১ পিএম

চট্টগ্রা♔মের রাউজান উপজেলার অগ্রসার বৌদ্ধ অনাথাশ্রমে বৌদ্ধ ভিক্ষু কর্তৃক এক মারমা কিশোরী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাজধানীত👍ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বেলা ১২টায় সচেতন ছাত্র সমাজের ব্যানারে জাতীয় প্♊রেসক্লাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ বক্তꦦব্য দেন উথোয়াইংগ্য মারমা, নিশ🎀ি মারমা, জেসিং মারমা।

কিশোরীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ জানিয়ে উথোয়াইংগ্য মারমা বলেন, ধর্মীয় গুরুদের মানুষ অ🀅ন্ধ বিশ্বাস করে। সেই সরল বিশ্বাসের সুযোগ নিয়ে লেবাসধারী বৌদ্ধ ভিক্ষুরা একের পর এক যৌন নির্যাতনের ঘটনা ঘটিয়ে চলেছেন। এসব কথিত ধর্মীয় গুরুর প্রতিকার জরুরি। তাই দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে বিচারের আওতায় আনার দাবি জানাই।”

নিহত কিশোরী রাউজানের অগ্রসার বৌদ্ধ অনাথাশ্রমে থেকে নবম শ্রেণিতে 𒀰পড়াশোনা করত।

গত ২১ সেপ্টেম্বর দুপুরে ওই অনাথাশ্রম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর একটি ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আশ্রম কর্তৃপক্ষ তার মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করলেও নিহত কিশোরীর পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা দাবি করেন, আশ্রম প্রধানꦜ সুমিতানন্দ (লেলিন) ভান্তে কিশোরীকে ধর্ষণের পর হত্যা করেন।