অনুমোদন পেলে শিগগিরই এনআইডি পাবে ১৮‍‍-এর কম বয়সীরা

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২২, ২০২১, ১০:৩৮ এএম

১৮ বছরের কম বয়সী নাগরিকদের জাতীয় পরি🐼চয়পত্র (এনআইডি) দেওয়ার বিষয়ে সিদ🧔্ধান্ত নিতে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৩ আগস্ট) ইসির সভাকক্ষে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে ব☂ৈঠকটি সকাল ১১টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসির যুগ্ম সচিব মো. ফরহাদ আহাম্মদ🉐 খান।

ইসি কর্মকর্তা জানান, ইসি সচিবালয়ের প্রস্তাবে কমিশনের অনুমোদন প্রয়োজন। অনুমোদন দিলে সেপ্টেম্বর থেকে🍌ই ১৮ বছরের কম বয়সীরা এনআইড💖ি নিতে পারবে।

এদিকে দেশের শিক্ষাপ☂্রতিষ্ঠান খুলে দেওয়ার লক্ষ্যে সরকার সব বয়সীদের করোনা টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এরই মধ্যে ১৮ বা তার চেয়ে বেশি বয়সীরা টিকা নিবন্ধনের অনুমোদন পেয়েছে।

৮ আগস্ট এনআইডি অনুবিভাগ এই বিষয়ে সভা করেছে। যেখানে সিদ্ধান্ত হয়েছে ১ জানুয়ারি ২০০৬ বা এর আগে যাদের জꦺন্ম, তাদের এনআইডি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।