পঞ্চগড়ের করোতোয়ায় নৌকাড🐎ুবিতে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদꦇুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৫ সেপ্টেম্বর) পৃথক শোক বার্তায় দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি ও মাগফ🐟িরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গ♔ভীর সমবেদনা জানানো হয়েছে।
আরও পড়ুন… পুজো শেষে ফেরার পথে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু
এর আগে, র♑োববার বিকাল ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়ার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নৌকাডুবির ঘটনায় নারী ও শিশুসহ এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ নারী, আট শিশু ও চার পুরুষের মরদেহ রয়েছে। এ🌟ই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অর্ধশতাধিক।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় প্রশাসন। এখন পর্যন্ত ফা🗹য়ার সার্ভিসের তিনটি ইউনিট🐻 উদ্ধার অভিযান পরিচালনা করছেন।