শনিবার কোন এলাকায় কখন লোডশেডিং

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২, ০৮:৪০ এএম

বিদ্যুতের উৎপাদনের সঙ্গে চাহিদার সমন্বয় করতে সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় লোডশেডিং হচ্ছে। তবে অন্যান্য সময়ের চেয়ে এবারে🎀র লোডশেডিং ভিন্ন। কোন এলাকায় কখন, কতক্ষণ বিদ্যুৎ থাকবে না, তা আগেই জানিয়ে দেওয়া হচ্ছে।

এর🙈 ধারাবাহিকতায় শনিবার (১৭ সেপ্টেম্বর) লোডশেডিংয়ের তালিকা 💧প্রকাশ করেছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো)। তবে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডিপিডিসি এদিন কোনো লোডশেডিং তালিকা প্রকাশ করেনি।

শনিবার সকালে ডিপিডিসির ওয়েবসাইটে দেখা যায়, এই মুহূর্তে কোনো লোডশেডিং নেই। তবে লোড কম বরাদ্দের প্রাপ্তিতে লোডশেডিং আরোপিত হতে পারে বিধায় হালনাগাদ তথ্য জানার জন্য সময়ে সময়ে ডিপিডিসি’র ওয়েবসাইট ভিজিট করার জন্য অꦰনুরোধ করা হয়েছে।

শনিবারের লোডশেডিং শিডিউল।