‘গার্ডার চাপার ঘটনায় ছায়া তদন্ত করছে ডিবি’

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১৭, ২০২২, ০২:৩৩ পিএম

ঢাকার উত্তরায় গার্ডার চাপায় পাঁচজন নিহতের ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ছায়া তদন্ত করছে বলে জꦫানিয়েছেন ডিবি প্রধান হারুন অর রশীদ।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রশ্ন♛ের জবাবে তিনি এ কথা জানান।

ঘটনার বিবরণ জানিয়ে হারুন অর রশীদ বলেন, ‘উত্তরায় গার্ডার চাপার ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে উ🌟ত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছে। এ নিয়ে পুলিশ কাজ করছে। আমরাও ছায়া তদন্ত করছি। তবে মামলাটি আমাদের কাছে এখনো আসেনি।”

আরও পড়ুন… গার্ডার চাপায় নিহতদের প্রত্যেকের জন্য কোটি টাকা চেয়ে রিট

এর আগে, সোমবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরার জসীম উ💛দ্দীন রোডের মোড়ে আড়ংয়ের সামনে নির্মাণাধীন ফ্লাইওভারের কংক্রিটের বিশাল গার্ডার ক্রেইন দিয়ে তোলার সময় চলন্ত একটি প্রাইভেট কারের ওপর ছিটকে পড়ে যায়। গার্ডারটি গাড়ির ওপর এমনভাবে পড়ে যে তার নিচে আসলে কয়জন চাপা পড়েছেন, সেটা কোনোভাবেই বোঝা যাচ্ছি🍎ল না।

শেষ পর্যন্ত দেখা যায়, গাড়িতে মোট ৭ জন যাত্রী ছিলেন। তাদ💯ের মধ্যে পাঁচজন 🐟নিহত হন। নিহতরা হলেন রুবেল (৬০), ফাহিমা (৪০), ঝরনা (২৮), ঝরনার দুই সন্তান জান্নাত (৬) ও জাকারিয়া (২)।

বেঁচে যাওয়া দুইজন হলেন নবদম্পতি হৃদয় (২৬) ও রিয়া 🥀মনি (২১)। হৃদয়-রিয়া মনির বউভাতের অনুষ্ঠান শেষ করে ফিরছিলেন সবাই।