নিয়োগ পরীক্ষায় কঠোর হলো পিএসসি

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৭, ২০২২, ০৬:৩৬ পিএম

বিসিএসসহ সকল নিয়োগ পরীক্ষার বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বা♋ংলাদেশ সরকারি কর্ম-কমিশন (পিএসসি)। একটি প্রেজেন্টেশনের মাধ্যমে পিএসসি এসব অনৈতিক কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (১৭ জুলাই) দಞুপ🃏ুরে পিএসসির এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, নিয়োগ পরীক্ষায় কোনো প্রার্থী কথা বললে, দেখাদেখি করলে প্রার্থিতা বাতিলের পাশাপাশি কড়া ব্যবস্থা নেবে পিএসসি। এমনকি ভবিষ্যতে পিএসসির  সব পরীক্ষাতেও অবাঞ্ছিত♚ ঘোষণা করা হতে পারে ওই প্রার্থীদের।

সভায় উপস্থিত ছিলেন পিএসসি চেয়ারম্যান, সদসꦓ্য, পরীক্🅠ষা নিয়ন্ত্রকসহ গুরুত্বপূর্ণ কয়েকজন।

আগামী ২৪ ♌জুলাই থেকে অনুষ্ঠিত হতে যাওয়া ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা থেকেই এই সিদ্ধান্ত প্রয়োগ করা হবে।