জামিন নামঞ্জুর, কারাগারে পরীমনি

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১৩, ২০২১, ০৩:২০ পিএম

মাদক মামলা♍য় চিত্র🐈নায়িকা পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় পরীমনি ও 🃏তা♔র সহযোগীকে আবারও কারাগারে পাঠানো হলো।

শুক্রবার (১৩ আগস্ট) বেলা ১১টা ৪০ মিনিটে তাদের&nb𝄹sp;ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।

এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি🐬র পরিদর্শক গোলাম মোস্তফা।

আদালত সূত্রে জানা যায়, দুই দিনের রিমান্ড শে🔯ষে পরীমনি ও আশরাফুল ইসলাম দীপুকে বেলা ১১টা ৫৫ মিনিটে আদালতে হাজির করেন মামলার তদন্ত সংস্থা সিআইডি।

পরে তাদের আদালতের হাজত খানায় রাখা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্🧸শক কাজী গোলাম মোস্তফা তদন্ত শেষ না হওয়া প🌃র্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। 

পরীর আইনজীবী ম🉐জিবুর রহমান জামিনের আবেদন করে শ🐈ুনানি করেন।

এদিকে রাষ্ট্রপক্ষ পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু চিত্রনায়িকা পরীমণির জামিন বাতিল চেয়ে শুনানি করেন🎶।

๊শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে ಞপাঠানোর আদেশ দেন।

এর আগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস মঙ্গলবার (১০ আগস্ট) পরীমনি ও আশরাফুল ইসলাম দীপুর দুই দিনের রিমান্ড এবং গত ৫ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ পরীমণি ও দীপুর চারদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।