ডিএনসিসিতে ৮০ ভাগ বর্জ্য অপসারণ : মেয়র আতিক

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১০, ২০২২, ০৪:৫৮ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ক🎶োরবানির বর্জ্য প্রায় ৮০ শতাংশ অপসারণ হয়েছে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। এরমধ্যে ৫৭ ওয়ার্ডের ১১টিতে শতভাগ সম্🦹পূর্ণ হয়েছে বলে জানান তিনি।

রোববার (১০ জুলাই) দু⛎♌পুরে রাজধানীর মিরপুরের সনি সিনেমা হল এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণের কার্যক্রম পরিদর্শন এসে তিনি এ কথা বলেন।

এ বছর ডিএনসিসি ১০ হাজার টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ কর💯বে জানান মেয়র আতিক।

মেয়র বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে, রোববার সন্ধ্যার মধ্যে বেশির ভা🧜গ বর্জ্য অপসারণ করা। আমাদের ১০ হাজার লোক ও ৬০০ গাড়ি মাঠে আছে। আমরা ১২ ঘণ্টার মধ্যে কাজটি শেষ করতে পারবো বলে আশা রাখি।”

আতিকুল ইসলাম জানা💖ন, বর্জ্য অপসারণের লক্ষ্য অর্জন করতে সিটি করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তারা মাঠে রয়ౠেছে।

এসময় তি𒁏নি নগরবাসীকে নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার স্বার্থে সোমবারের মধ্যে কোরবানি সম্পন্ন🌳 করতে অনুরোধ করেন।