সাভারে শিক্ষক হত্যা, জিতুর বয়স নিয়ে বিভ্রান্তি

সাভার প্রতিনিধি প্রকাশিত: জুন ২৯, ২০২২, ০৮:৪০ এএম
অভিযুক্ত আশরাফুল ইসলাম জিতু

সাভারে কলেজ শিক্ষক উৎপল কুমার সরকার (৩৫) হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্র আশরাফুল ইসলাম জিতুর বয়স নিয়ে রয়েছে বিভ্রান্♏তির সৃষ্টি হয়েছে। তার বয়স ১৯ হলেও মামলার এজাহারে তার বয়স ১৬ বছর উল্লেখ করা হয়েছে।

আশুলিয়ার ইউনুস আলী কলেজের রেজিস্ট্রারে জিতুর জন্ম ২০০৩ সালের ১৭ জাꦿনুয়ারি নথিভুক্ত রয়েছে দেখা যায়। স🏅ে অনুসারে জিতুর বর্তমান বয়স ১৯ বছর ৫ মাস ১১ দিন।

এ বিষয়ে ইউনুস আলী কলেজের আইসিটি শিক্ষক মনির হোসেন জানান, জিতু এর আগে মাদ্রাসায় পড়াশুনা করেছে। সে একই ক্লাসে একা🦄ধিকবার ছিল। সে কারণে অন্য ছা💧ত্রদের তুলনায় তার বয়স বেশি।

এ বিষয়ে আশু♏লিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, “মামলার বাদী যে তথ্য দিয়েছে তা-ই নেওয়া হবে। তবে আমরাও তদন্ত করছি।”

এর আগে শনিবার (২৫ জুন) দুপুরে আশুলিয়ায় হাজী ইউ﷽নুস আলী স্কুল অ্যান্ড কলেজের মেয়েদের ক্রিকেট খেলা চলছিল। হঠাৎ ওই ছাত্র মাঠের এক পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষক উৎপলকে স্ট্যাম্প দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ২৭ জুন ভোর সোয়া ৫টার দিকে মারা যান ওই শিক্ষক।

আরও সংবাদ