শিক্ষার্থীর স্ট্যাম্পের আঘাতে আহত শিক্ষকের মৃত্যু

সাভার প্রতিনিধি প্রকাশিত: জুন ২৭, ২০২২, ০৯:১২ এএম

রাজধানীর সাভারের আশু🐟লিয়ায় শিক্ষার্থীর স্ট্যাম্পের আঘাতে আহত শিক্ষক উৎপল কুমার সরকার (৩৫) মারা গেছে💖ন।

সোমবার (২৭ জুন) ভোর সোয়া ৫টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নি🗹বিড় পরিচর্যাꦇ কেন্দ্রে মৃত্যু হয় তার।

সকাল ৮টার দি𓄧কে তার মৃত্যুর বিষয়টি নিশ্🃏চিত করেছেন এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ইনচার্জ ইউসুফ আলী।

নিহত উৎপল সরকার সিরাজগঞ্﷽জ জেলার উল্লাপাড়া থানার এঙ্গেলদানি গ্রামের🌟 মৃত অজিত সরকারের ছেলে। তিনি আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক এবং শৃঙ্খলা কমিটির সভাপতি।

অভিযুক্ত শিক্ষার্থী একই বি🦋দ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল হাসান জানান, শনিবার (২৫ জুন) মেয়েদের ক্রিকেট খেলা চলছিল। হঠাৎ ওই ছাত্র মাঠের এক পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষক উৎপলকে স্ট্যাম্প দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাস𝓰পাতালে ভর্তি করা হয়। সেখানেই আজ ভোর সোয়া ৫টার দিকে মারা যান ওই শিক্ষক।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, নিহত শিক্ষক প্রতিষ্ঠানের শৃঙ্খলা কমিটির সভাপতি থাকায় নিয়ম কানুন মানাতে শিক্ষ𓆏ার্থীদের শাসন করতেন। তিনি ওই শিক্ষার্থীকেও শাসন করায় এ ঘটনা ঘটায়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তসহ অজ্ঞাতꦯ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।