পদ্মা সেতু নিয়ে উৎসব বন্ধ করুন : রিজভী

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জুন ১৯, ২০২২, ০৫:০১ পিএম

পদ্মা সেতুর উদ্বোধনী উৎসব বন্ধের দাবি জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল💧 ♉কবীর রিজভী বলেছেন, “পদ্মা সেতু নিয়ে উৎসব বন্ধ করুন, এই লোক-দেখানো ফুটানি বন্ধ করুন।”

রোববার (১৯ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির 🦩কেন্দ্রীয় কার্যালয়ে এ দাবি জানা🐻ন তিনি।

এ সময় রিজভী  বন্যাকবলিত অঞ্চলগুলোকে দুর্গত অঞ্চল হিসেবে ঘোষণা করে সেখানে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থার দ🌱♓াবি জানান।

রিজভী আরও বলেন, “পদ্মা সেতু উদ্বোধনের উৎসবের নামে শত শত কোটি টাকা বরাদ্দ হচ্ছে। অথচ সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, উত্তরাঞ্চলসহ দেশে বন্যা উপদ্রুত এলাকায় পানিবন্দি প্রায় কোটি  মানু🌊ষের সাহায্যের জন্য সরকারি বরাদ্দ একেবারেই অপ্রতুল।”

বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, “বন্যার্তদের জন্য সরকার ১০০ টন চাল, ৩০ লাখ টাকা আর পাঁচ হাজার টাকার শুকনা খাবার দিয়েছে। এ পর্যন্ত তারা বরাদ্দের আশ্বাস দিয়েছে ৬০ লাখ টাকা। তার মানে জনপ্রতি দেড় টাౠকা। পদ্মা সে💞তু উদ্বোধনের জনসভাস্থলে অস্থায়ী ৫০০ টয়লেট স্থাপন করতে যে খরচ হবে তার ১০ ভাগের ১ ভাগও বরাদ্দ পায়নি বন্যার্তরা।”