শনিবারেও দেওয়া যাবে ডিএনসিসির কর

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: মে ৭, ২০২২, ০৪:২১ পিএম

সা🤪প্তাহি🐻ক ছুটির দিন শনিবারেও কর পরিশোধ করতে পারবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) করদাতারা। চলতি অর্থবছরে রাজস্ব আদায়ে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে ডিএনসিসি। আগামী জুন মাস পর্যন্ত এ কার্যক্রম চলবে।  

শনিবার (৭ মে) ডিএনসিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে এ বিষয়ে🐬 একটি অফিস আদেশ জারি করেন ডিএন𓆏সিসি সচিব মোহম্মাদ মাসুদ আলম ছিদ্দিক।

আদেশে বলা হয়- ডিএনসিসি চলতি অর্থবছরের রাজস্ব আদায়ে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের লক𒐪্ষ্যে করদাতারা হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য কর নিয়মিত কার্যদিবস ছাড়াও সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দিতে পারবেন। এ জন্য ডিএনসিসির ১০টি আঞ্চলিক কার্যালয়ে এই বিভাগ শনিবারে খোলা থাকবে।

জানা গেছে, হোল্ডিং ট্যাক্সসহ ট্রেড লাইসেন্স ইস্যু, নবায়ন ফি, ডিএনসিসির মালিকানাধীন মার্কেটের দোকান ভাড়া, সালামি ইত্যাদি বিষয়গুলোর জন্য ডিএনসিসির ১০টি অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের রাজ💛স্ব বিভাগ সাপ্তাহিক ছুটির দিন প্রতি শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থ🧔াকবে। পাশাপাশি ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তার কার্যালয়ে অবস্থিত বাজার শাখা খোলা থাকবে। সেই সঙ্গে এ কার্যক্রম আগামী জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত পরিচালিত হবে।