ডায়রিয়া নিয়ে দ্রুত ব্যবস্থা নিতে কড়া নির্দেশ

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২২, ০৮:০৬ পিএম

কয়েকদিন ধরে দেশে ডায়রিয়ার প্রকোপ বেশি দেখা দিয়েছে। বয়স্কদের সঙ্গে শিশুরাও আক্রান্ত হচ্ছে ব্যাপক হারে। গত ২৫ বছরের মধ্যে ঢাকায় ডায়রিয়ার এত বেশি প্রকোপ দেখা যায়নি বলে মনে করছে সরকার। শুধু দেশেই নয়, ঢাকার ডায়রিয়꧟ার জীবাণু নেতিবাচক ܫপ্রভাব ছড়াচ্ছে বিদেশেও। তাই এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নিতে কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। ব🎉ৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সℱচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচꦛিব বলেন, “বর্তমান কলেরা পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভায় গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে আমিও বেশ কিছু দিন বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি। আইসিডিডিআরবি, আইডিসিআর, ডিজি হেলথ, ওয়াসার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি।”

কলেরার টিকার বিষয়ে খন্দকার আনোয়ারুল বলেন, “আগামী ১৫ মের মধ্যে বিশ্বস্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে ৭৫ লাখ কলেরার টিকা দিচ্ছে। এটার দুই ডোজ নিলে ৩ বছর পর্যন্ত কলেরা বা ডায়রিয়া থেকে সেফ থাকা যাব☂ে। এটা মে মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে চলে আসবে।”

প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, মানুষ ট্যাংকগুলো পরিষ্কার করে না। এই রিজার্ভারগুলো ৩ মাস বা ৬ মাস পর পরিস্কার না করলে ব্যাকটেরিয়া ডেꦿভেলপ করবে। ট্যাংকি পরিষ্কার করার বিষয়ে সবাইকে মোটিভেট করতে বলেছেন প্রধানমন্ত্রী।